Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

নামজারিঃ নামজারি সেবা পেতে প্রথমে www.land.gov.bd ওয়বে সাইড থেকে প্রয়োজনীয় সকল কাগজপত্রাদি সঠিক ভাবে অপলোড সহ  নামজারি আবেদন করতে হবে। সকল কাগজপত্রাদি যাচাই করে  ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রস্তাব/ প্রতিবেদন দিবেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) মহোদয় এর অনুমোদন স্বাপেক্ষে ২৮ দিনের মধ্যে অনলাইনে ১,১০০/- টাকা পেমেন্ট করে ডিসি আর সংগ্রহ করতে পারবেন। 

মিস কেসঃ প্রথমে সহকারী কমিশনার (ভূমি), তারাকান্দা, ময়মনসিংহ বরাবর অনলাইনে/অফলাইনে প্রয়োজনীয় সকল কাগজপত্রাদি সংযুক্ত পূর্বক আবেদন করবেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) মহোদয় শুনানীর মাধ্যেমে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবেন । 

 এছাড়াও অন্যান্য সেবা/বিস্তারিত জানতে সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের সাথে  অথবা উপজেলা ভূমি অফিস এর হেল্প ডেস্ক এ যোগাযোগ করুণ।