নামজারিঃ নামজারি সেবা পেতে প্রথমে www.land.gov.bd ওয়বে সাইড থেকে প্রয়োজনীয় সকল কাগজপত্রাদি সঠিক ভাবে অপলোড সহ নামজারি আবেদন করতে হবে। সকল কাগজপত্রাদি যাচাই করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রস্তাব/ প্রতিবেদন দিবেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) মহোদয় এর অনুমোদন স্বাপেক্ষে ২৮ দিনের মধ্যে অনলাইনে ১,১০০/- টাকা পেমেন্ট করে ডিসি আর সংগ্রহ করতে পারবেন।
মিস কেসঃ প্রথমে সহকারী কমিশনার (ভূমি), তারাকান্দা, ময়মনসিংহ বরাবর অনলাইনে/অফলাইনে প্রয়োজনীয় সকল কাগজপত্রাদি সংযুক্ত পূর্বক আবেদন করবেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) মহোদয় শুনানীর মাধ্যেমে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবেন ।
এছাড়াও অন্যান্য সেবা/বিস্তারিত জানতে সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের সাথে অথবা উপজেলা ভূমি অফিস এর হেল্প ডেস্ক এ যোগাযোগ করুণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস